আমার একলা আকাশ

  • অ্যালবাম: একলা আকাশ
  • শিল্পী: শ্রেয়া ঘোষাল, সন্দিপান রায়
  • বিভাগঃ ছায়াছবি
  • যুক্ত করা হয়েছেঃ March 24, 2022
  • দেখা হয়েছেঃ ৮১৮ বার

আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে,
শুধু তোমায় ভালোবেসে
আমার দিনগুলো সব রঙ চিনেছে
তোমার কাছে এসে
শুধু তোমায় ভালোবেসে…
তুমি চোখ মেললেই ফুল ফুঁটেছে
আমার ছাঁদে এসে
ভোরের শিশির ঠোট ছুঁয়ে
তোমায় ভালোবেসে..
আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে,
শুধু তোমায় ভালোবেসে।

আমার ক্লান্ত মন,ঘর খুঁজেছে যখন
আমি চাইতাম পেঁতে চাইতাম
শুধু তোমার টেলিফোন।
ঘরভরা দুপুর আমার একলা থাকার সুর
রোদ গাঁইতো আমি ভাবতাম
তুমি কোথায় কতোদূর?
আমার বেসুর গিতার সুর বেঁধেছে
তোমার কাছে এসে
শুধু তোমায় ভালোবেসে।
আমার একলা আকাশ চাঁদ ছিনেছে
তোমার হাসি হেসে
শুধু তোমায় ভালোবেসে..

অলস মেঘের মন
আমার আবছা ঘরের কোণ
চেয়ে রইতো, ছুঁতে চাইতো,
তুমি আসবে আর কখন?
শ্রান্ত ঘুঘুর ডাঁক
ধুলোমাখা বইয়ের তাক
যেন বলছে বলে চলছে
থাক অপেক্ষাতেই থাক।
আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালোবেসে।
আমার দিনগুলো সব রঙ চিনেছে
তোমার কাছে এসে
শুধু তোমায় ভালোবেসে।