আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে

  • অ্যালবাম: অজানা
  • শিল্পী: অজানা
  • বিভাগঃ রবীন্দ্র সংগীত
  • যুক্ত করা হয়েছেঃ February 26, 2019
  • দেখা হয়েছেঃ ৭০৭ বার

আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে॥

একতারাটির একটি তারে গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে॥

এ তার বাঁধা কাছের সুরে,
ঐ বাঁশি যে বাজে দূরে।

গানের লীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে
বিশ্বহৃদয় পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে–
তোমার সুরে সুরে সুর মেলাতে ।।