এখন আমি অনেক ভালো তোমায় ছাড়া থাকতে পারি
- অ্যালবাম: পাওয়া যায়নি
- শিল্পী: স্বপ্নলোক
- বিভাগঃ আধুনিক
- যুক্ত করা হয়েছেঃ February 23, 2019
- দেখা হয়েছেঃ ২২১২ বার
এখন আমি অনেক ভালো,
তোমায় ছাড়া থাকতে পারি।
বলে না তো কেউ, আগের মত
করো না বাড়াবাড়ি। [x2]
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি। [x2]
হুহু……….হুইহু……..আ..আ..হা….আ
যদি স্বপ্নটাকে আপন করে দেখতে শেখালে,
তবে মাঝ পথে হাতটা ছেড়ে কি বুঝালে,
ভালবাসি তোমায় আমি এইকথা জানি,
তবে বলবো না আর আগের মত এখন আমিই…..।
এখন আমি অনেক ভালো,
তোমায় ছাড়া থাকতে পারি।
বলে না তো কেউ, আগের মত
করো না বাড়াবাড়ি।
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি।
হুহু……….হুইহু……..আ..আ..হা….আ
যদি ঘুড়িটাকে উড়িয়ে দিয়ে ছেড়ে দেবে,
তবে বাধ্য শাসনে কেন আমাকে বাঁধলে।
বৃষ্টিটাকে জড়িয়ে ধরে আজও কেঁদেছি,
চোখের পানি মুছে দেবে বলে আর ভাবিনি।
এখন আমি অনেক ভালো,
তোমায় ছাড়া থাকতে পারি।
বলে না তো কেউ, আগের মত
করো না বাড়াবাড়ি। [x2]
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি। [x2]
হুহু……….হুইহু……..আ..আ..হা….আ