চন্দ্র তারায় মিছে খুঁজেছি তোমায়
- অ্যালবাম: রাজকন্যা
- শিল্পী: রুনা লায়লা
- বিভাগঃ ছায়াছবি
- যুক্ত করা হয়েছেঃ February 25, 2019
- দেখা হয়েছেঃ ৭৪৬ বার
চন্দ্র তারায় মিছে খুঁজেছি তোমায়,
তুমি তো রয়েছ আমার চোখেরই তারায়।
হো তুমি তো রয়েছো আমার চোখেরই তারায়।
ও হো হো ও আ হা—
ভালোবাসার দুটি ফুলে রঙের হাওয়া লেগেছে,
সেই হাওয়াতে হৃদ্যয় আমার রাঙা পেগম মেলেছে।
ভালোবাসার দুটি ফুলে রঙের হাওয়া লেগেছে,
সেই হাওয়াতে হৃদয় আমার রাঙা পেগম মেলেছে।
মনের মানুষ চেয়েছি আজ আমি এই নিরালায়,
খেলব প্রেমের লুকোচুরি এসো দুজনায়।
চন্দ্র তারায় মিছে খুঁজেছি তোমায়,
তুমি তো রয়েছ আমার চোখেরই তারায়।
হো তুমি তো রয়েছো আমার চোখের ই তারায়।
ও হো হো লা লা লা—-
কত আশা ভালোবাসা রয়েছে তোমায় ঘিরে,
বাহুডোরে বেধে নেবো এসো আজ তোমারে।
কত আসা ভালোবাসা রয়েছে তোমায় ঘিরে,
বাহুডোরে বেধে নেবো এসো আজ তোমারে।
ফুলের ফাগুন তুমি আমার মনের ও বাগিচায়,
খুশবু হয়ে রবো মিসে প্রেমের ও মায়ায়।
চন্দ্র তারায় মিছে খুঁজেছি তোমায়,
তুমি তো রয়েছ আমার চোখেরই তারায়।
হো তুমি তো রয়েছ আমার চোখেরই তারায়।